ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ৭:২৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ফুটবল। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মাসেই আবারো মাঠে নেমেছে জামাল ভুঁইয়ারা। দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফলও পেয়েছে হাতেনাতে। ফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর ফিফা প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন ধাপ এগিয়েছে।

সর্বশেষ র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৭৯ নম্বরে উঠে এসেছে মারুফুল হকের শিষ্যরা। গত এক মাসে খেলা চারটি আন্তর্জাতিক ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে। ১৭৯ অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৭।

এদিকে সাফ চ্যাম্পিয়ন ভারত এগিয়েছে তিন ধাপ। ১৬৩ নম্বরে আছে দলটি। তিন ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান (১৫৩)।

শীর্ষ দশে কোনও হেরফের হয়নি। যথারীতি আগের মতো শীর্ষে রয়েছে বেলজিয়াম। এরপরেই রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান ছয় নম্বরে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...