কর্মহীন লোকেরাই ট্রোল করে!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১১:৫১ অপরাহ্ণ

সাফ জানিয়ে দিলেন কারিনা কাপুর, যারা অনলাইনে সেলিব্রিটিদের ট্রোল করে, তারা বাস্তবে কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে। কোনও কাজ না পেয়েই তারা এভাবে নিজেদের মতামত জানায়।

মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, “এই অতিমারি এবং লকডাউন মানুষের মনকে এলোমেলো করে দিয়েছে। আমাদের হাতে এখন অনেক ফাঁকা সময়। তাই মানুষ সব কিছু নিয়ে বেশি ভাবছেন, বেশি আলোচনা করছেন এবং তার সঙ্গে ট্রোলও বেশি করছেন। সবাই বাড়িতে বসে আছেন, অনেক মানুষের হাতে কাজও নেই। তাদের মন্তব্যগুলোকে ট্রোলিং হিসাবে ধরাও উচিত নয়। তারা আসলে বোর হচ্ছেন এবং প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে।”

কারিনা মনে করেন, প্রত্যেকেরই অন্য কারও জীবনে নাক না গলিয়ে নিজের জায়গায় নিজের মতো করে খুশি থাকা উচিত। যদি কেউ ট্রোল করে খুশি থাকেন তা হলে তাকে তাই করেই খুশি থাকার উপদেশ দিলেন অভিনেত্রী।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...