প্রবাসীদের এনআইডি সেবায় ফি নেবে না ইসি

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধন সেবায় কোনো ধরনের ফি নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার ৭৩তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।

কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করায় কোনো ফি নেওয়া হবে না। বিদ্যমান আইন বিধিতে ফি নেওয়ার কোনো সুযোগ নেই।

তবে সংশোধন বা হারানোর ক্ষেত্রে বরাবরের মতো নির্ধারিত ফি দিয়ে করতে হবে বলে জানিয়েছেন সচিব। প্রবাসীরা অনলাইনে ভোটার নিবন্ধনে জন্য ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

গত বছর নভেম্বরে প্রবাসীদের অনলাইন সেবা শুরু হয়। প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে ভোটার করার কার্যক্রম হাতে নেওয়ার পর পরই করোনাভাইরাস মহামারী দেখা দেয়।

প্রবাসী বাংলাদেশিদর জন্য এনআইডি সেবা কার্যক্রম শুরুর পর ইতোমধ্যে চারটি দেশে প্রায় সাড়ে সাতশটি আবেদন পেয়েছে এনআইডি উইং।

[১] [২] [৩]