টানা তিন হার মুশফিকের ঢাকার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুঃস্বপ্ন ঘিরে ধরেছে মুশফিকুর রহিমকে। তার দল বেক্সিমকো ঢাকা কিছুতেই জয়ের মুখ দেখছে না। সোমবার জেমকন খুলনার বিপক্ষে যথারীতি হার দলটার। তাতে আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারল তারা।

বিপরীতে ঢাকাকে ৩৭ রানে হারিয়ে জয়ে ফিরল ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা খুলনা। জয় দিয়ে আসর শুরু করলেও পরে টানা দুই ম্যাচ হেরে যায় দলটা।

আরো আশার বিষয় দলটার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ রান পেয়েছেন। সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দারুণ বোলিং করেছেন। ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব। যার দুই ওভারই মেডেন। তার আগে ব্যাট হাতে করেন ১১ রান।

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে খুলনা ৮ উইকেটে ১৪৬ রান করে। সর্বোচ্চ ৪৫ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৪৭ বলে ৩ চারে নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া ইমরুল কায়েস ২৯ রান করেন।

ঢাকার পক্ষে রুবেল হোসেন সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে অভিষিক্ত শফিকুল ইসলাম নেন ২ উইকেট।

১৪৭ রান তাড়া করতে নেমে খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। মুশফিক সর্বোচ্চ ৩৭ রান করেন। ইয়াসির আলির ব্যাট থেকে আসে ২১ রান। দলের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

খুলনার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও শহিদুল ইসলাম। ২ উইকেট নেন হাসান মাহমুদ।

ম্যাচসেরা হয়েছেন শুভাগত। ৩.২ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় যিনি ৩ উইকেট নেন। এর আগে ব্যাট হাতে শেষ দিকে ৫ বলে করেন অপরাজিত ১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

জেমকন খুলনা :
১৪৬/৮ (২০ ওভার) (ইমরুল ২৯, মাহমুদউল্লাহ ৪৫, আরিফুল ১৯, শুভাগত ১৫*; রুবেল ৩/২৮, ২/৩৪)

বেক্সিমকো ঢাকা :
১০৯/১০ (১৯.২ ওভার) (মুশফিক ৩৭, ইয়াসির ২১; শুভাগত ৩/১৩, শহিদুল ৩/৩০, হাসান ২/২২)

ফল: খুলনা ৩৭ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম (জেমকন খুলনা)।

[১] [২] [৩]