শহীদ তপনের পরিবারের কাছে সংগ্রিত অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

২ ডিসেম্বর ২০২০ বুধবার রাত ১০টায় এক জুম সভার মধ্যে শহীদ তপনের পরিবারের আর্থিক সহযোগিতার তহবিল সংগ্রহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল হাশেম। সঞ্চালনা করেন মোহাম্মদ শাহজাহান।

সভায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, আহবাব হোসেন, মতিউর রহমান মতিন, সুজাত মনসুর, সৈয়দ হাসান আহমেদ, মোহাম্মদ শওকত, আহমদ হোসেন খান শামীম, শওকত কপিল চৌধুরী,নওশাদ নূর, মসিউর রহমান সুহেল, মকসুদ রহমান ও মাহমুদুর রহমান শানূর।

বক্তারা তহবিল অর্থ প্রধানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং করোনা মহামারীর সংকটময় পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষের তহবিল সংগ্রহে অংশগ্রহণ কে অসাম্প্রদায়িক চেতনার উল্লেখযোগ্য ইতিবাচক দিক ও এই চেতনাকে আর বলিষ্ঠ করার লক্ষ্যে আগামীতে সাম্প্রদায়িকতা বিরোধী ইস্যু বিত্তিক কর্ম সুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা শহীদ মূনির,তপন, জুয়েল সহ স্বৈরাচার সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের শহীদের আত্মদানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ বিনিরমানের সংকল্প ব্যক্ত করেন।

[১] [২] [৩]