আজানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ১২:৪১ অপরাহ্ণ

‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কুদ্দুছ (৬৫)। জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনআব্দুল কুদ্দুছ ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, বৃহস্পতিবার (৩ডিসেম্বর) জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে ফ্লোরের ওপর মুয়াজ্জিন পড়ে রয়েছেন এবং তিনি আর বেঁচে নেই।

এশার নামাজের পর অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া পারবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল কদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...