গীতাঞ্জলি টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা শিশু’

মার্কিন সংবাদমাধ্যম সাপ্তাহিক টাইম ম্যাগাজিন প্রতিবছর প্রভাবশালী ব্যক্তিদের তালিকা করলেও এবারই প্রথম ‘বর্ষসেরা শিশুর’ একটি তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় ‘সেরা শিশু ২০২০’ নির্বাচিত হয়েছে ভারতীয়-মার্কিনি গীতাঞ্জলি রাও। ১৫ বছর বয়সী গীতাঞ্জলি একজন তরণ বিজ্ঞানী ও উদ্ভাবক।

পাঁচ হাজারের বেশি আমেরিকানের মধ্য থেকে বিজ্ঞান, শিল্পসহ নানাক্ষেত্রে অবদানের ভিত্তিতে ৮ থেকে ১৬ বছর বয়সী পাঁচ শিশুকে বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে। সেখানে সবাইকে পেছনে ফেলে ‘সেরা শিশু ২০২০’ হয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের গীতাঞ্জলি।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে দেওয়া এক সাক্ষাৎকারে গীতাঞ্জলি দূষিত পানির সমস্যা, মাদকাসক্তি এবং সাইবারবুলিংয়ের মতো সমস্যা মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে তার কাজ করে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিল।

তখন গীতাঞ্জলি জানিয়েছিল, বিশ্বব্যাপী নানা সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকদের একটি ‘গ্লোবাল কমিউনিটি’ গড়ে তোলাই তার উদ্দেশ্য।

[১] [২] [৩]