চীনে অত্যাধুনিক সুপার কম্পিউটার

তথ্য ও প্রযুক্তি ডেস্ক,

  • প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ৫:৩৮ অপরাহ্ণ

বিশ্বব্যাপি প্রযুক্তিতে সবার থেকে এগিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে চীন। ‘সায়েন্স’পত্রিকায় চীনের এক দল গবেষক দাবি করেছেন, আলোর কণা তথা ফোটনকে কাজে লাগিয়ে ‘জিউঝাং’নামে তারা একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। আনন্দবাজার।

অতিনিম্ন তাপমাত্রা ও অতিপরিবাহী ধাতুর ব্যবহার হয়েছে এটিতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের যে হিসেব কষতে ২০০ কোটি বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা সারা যাচ্ছে এতে। বাস্তবে এখনও কোনও কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়নি।

একটি সুপারকম্পিউটারের যে হিসেবে কষতে ১০ হাজার বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা করে ফেলে গত বছর বিশ্ব জুড়ে প্রশংসা আদায় করেছিল গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ।

গুগল, আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজ়ন, ইন্টেল ও বহু নতুন উদ্যোগ বিপুল অর্থ ঢালছে এই লক্ষ্যে পৌঁছতে। চীনের হেফেই শহরের ‘ইউনিভার্সিটি অব সায়েন্সেস অব চায়না’-র ওই গবেষক দলের দাবি, বাকি বিশ্বের চেয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটি তাদের মুঠোয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh