সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ৭:৪৩ পূর্বাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার রাতে শাহজীবাজার স্টেশন মাস্টার কাইয়ুম ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার শেষে লাইন মেরামত করা হয়েছে। রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল শুরু করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলের দুটি লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তৃতীয় লাইন দিয়ে ট্রেন চালু করা হয়েছে।

দুর্ঘটনার তদন্তে একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি ও বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে ৩ দিনের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌছলে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে ২টি তেলের ট্যাংক লিকেজ হয়ে ডিজেল পড়তে থাকে।

দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টা শেষে রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh