প্রাথমিক শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড যাবে অনলাইনে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ৮:২৩ অপরাহ্ণ

জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) যাবে অনলাইনে। ইএফটির মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক একাউন্টে বেতন-ভাতা দেয়ার সময় তা কেটে রাখা হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এ দিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনাটি পৌঁছেছে।

আদেশে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ ফান্ড কেটে রাখার নির্দেশ দিয়ে সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোল অব অ্যাকাউন্ট, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ আদেশের ফলে বেতন পাওয়ার শুরু থেকেই প্রাথমিকের নন-গেজেটেড শিক্ষকদের জিপিএফ ফান্ড যাবে অনলাইনে। আর আগের জিপিএফ ফান্ডের টাকাও অনলাইন কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...