ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরে সিটি করপোরেশনের উত্তর বিলাশপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে।

রোববার এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে জিন্সের নীল রংয়ের প্যান্ট ও সাদা রংয়ের ফুল শার্ট ছিল।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[১] [২] [৩]