নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, কপোতাক্ষে মিললো লাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ৪:০৭ পূর্বাহ্ণ

যশোরের চৌগাছায় নিখোঁজের একদিন পরে কপোতাক্ষ নদ থেকে আতিকুর রহমান (৮) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে একই ইউনিয়নের বড় কাবিলপুর মাঠের (কাশিপুর বিজিবি ক্যাম্পের পাশে) কপোতাক্ষ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রহমান ধুলিয়ানি ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং চৌগাছা কামিল মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।

নিহতের বাবা আক্তারুজ্জামান জানান, নানাবাড়ি বড় কাবিলপুর গ্রামে বেড়াতে গিয়েছিল রহমান। শনিবার সকালে নানা আব্দুল মান্নানের জন্য মাঠে খাবার নিয়ে যায় সে। সকাল ১০টার দিকে নানা তাকে বাড়িতে যেতে বলেন। কপোতাক্ষ নদের ধার দিয়ে বাড়িতে রওনা দিলে পথে কুকুর দেখে আবার নানার কাছে মাঠে ফিরে যায় আতিকুর। পরে নানা আব্দুল মান্নান কুকুর তাড়িয়ে আবারো তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সে আর বাড়িতে ফেরেনি। শুরু হয় খোঁজাখুজি।

পরে চৌগাছা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মাঠেই কপোতাক্ষ নদীতে তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় থানা থেকে অনুমতি নিয়ে বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছোট কাবিলপুর গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, শিশুটির বাবা চৌগাছা শহরে একটি ভাড়ার বাসায় বসবাস করেন। শিশুটি শহরের কামিল মাদরাসায় পড়াশুনা করতো। কয়েকদিন আগে তারা স্বপরিবারে বড়কাবিলপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে যায়।

তিনি আরো জানান, শিশুটির নানার পরিবারের ৬ জন সদস্য ইতোপূর্বে বিভিন্ন সময়ে পানিতে ডুবে মারা গেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিশুটির বাবা জানিয়েছেন, এ ঘটনায় তিনি কোন অভিযোগ করবেন না।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...