এবার টিকা নিতে যাচ্ছেন ইতালি’ র প্রথম বাংলাদেশী

মোঃ জিয়াউর রহমান খান সোহেল, ইতালি,

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ৩:৫৮ পূর্বাহ্ণ

২৭ডিসেম্বর রবিবার ইতালির রোমে ২জন ডাক্তার ও ৩ জন স্বাস্থ্য কর্মীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় কোভিড ১৯ ভ্যাকসিন প্রয়োগ।প্রথম পর্যায়ে ৯৭৫০ ডোজ ইতালির রোম এবং মিলানো এসে পৌঁছায়।

এদিকে ইতালির গরিঝিয়া প্রভিন্সে মনফালকনে শহরে প্রথম বাংলাদেশী হিসেবে টিকা নিতে যাচ্ছেন স্বর্ণা রহমান।সবকিছু ঠিক থাকলে বৎসরের শেষ দিন আগামী ৩১শে ডিসেম্বর হতে পারে বলে জানান।

স্বর্ণা বাংলাদেশে ৬ষ্ঠ শ্রেণি পাঠ শেষে ২০০৪ সালে ইতালি এসে পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। পিতা আজিজুর রহমান, মা মাহফুজা রহমান এবং ছোট বোন এশা রহমান।২০০৫ সাল থেকে স্থানীয় স্কুলে পড়াশোনা শেষ করে INFERMIERISTICA বিষয়ে পড়াশোনা করেন।তিনি ২০১৭ সাল থেকে স্থায়ীভাবে মনফালকনে San Polo হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ পান।তিনি জানান ছোট বোন এশা রহমানও একই বিষয়ে অধ্যায়নরত আছেন।টিকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে কমিউনিটি ব্যাক্তিত্ব ফরিদ আহমেদ বলেন, প্রথম বাংলাদেশী হিসেবে টিকা নিতে যাচ্ছেন স্বর্ণা রহমান এটি আমাদের গর্বের বিষয় আমরা এর সফল প্রয়োগ কামনা করি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...