আজ শওকত ওসমানের জন্মদিন

শওকত ওসমান (১৯১৭-১৯৯৮) কথাসাহিত্যিক। ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলি জেলার সাবল সিংহপুর গ্রামে জন্ম। ১৯৯৮ সালের ১৪ মে মৃতুবরণ করেন। শওকত ওসমান যেমন রচনা করেছেন দুর্দান্ত সব উপন্যাস, তেমনি লিখেছেন নাটক, ছোট গল্প, প্রবন্ধসহ বহু রাজনৈতিক নিবন্ধ। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তার কণ্ঠ ছিল উচ্চকিত। ‘ক্রীতদাসের হাসি’ তার বিখ্যাত উপন্যাস।

সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য শওকত ওসমান বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬), পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), স্বাধীনতা দিবস পুরস্কারে (১৯৯৭) ভূষিত হয়েছেন।

তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়াশুনা শেষে অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

১৯৪৭ সালে চট্টগ্রাম কলেজ অব কমার্সে যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ঢাকা কলেজে অধ্যাপনা করেন। শওকত ওসমান শতাধিক গ্রন্থ রচনা করেছেন।

[১] [২] [৩]