সব
নিজস্ব প্রতিবেদক
কোভিড সৃষ্ট পরিস্থিতির কারনে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধ সংক্রান্ত অতীব জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় জরুরী ভিত্তিতে দূতাবাস বন্ধের ঘোষণা দেয়া হয়।
স্বদেশ বিদেশের পাঠকের জন্য দূতাবাস থেকে প্রেরিত বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো :
এতদ্বারা সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দূতাবাসে পাসপোর্ট ও কন্স্যুলার সেবার সাথে যুক্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ পজিটিভ হওয়ার প্রেক্ষিতে এবং ইতালি সরকারের স্বাস্থ্য বিভাগের সুনির্দিষ্ট নির্দেশনাক্রমে শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দূতাবাস আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
একই কারণে ইতোপূর্বে দূতাবাস কর্তৃক ঘোষিত আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার ও রবিবার বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ সংক্রান্ত কর্মসূচীও পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
উল্লেখ্য, প্রতি শুক্রবার সকাল ১০টায় পাসপোর্ট সংক্রান্ত অনলাইন এপয়েন্টমেন্ট অবমুক্ত করার প্রক্রিয়া চলমান থাকবে।
দূতাবাস সাময়িক বন্ধ থাকাকালীন সময়ে ইতোমধ্যে এপয়েন্টমেন্ট গ্রহণকারী সেবা-প্রত্যাশীগণ দূতাবাস খোলার পরে যেকোন কর্মদিবসে একই এপয়েন্টমেন্টের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। সাময়িক বন্ধ থাকাকালীন সময়ে অতীব জরুরী প্রয়োজনে (যেমন -ট্রাভেল পারমিট-TP, মৃতদেহ দেশে প্রেরণের জন্য সনদ ইত্যাদি)
নিম্নবর্ণিত সার্বক্ষণিক পাইলট নম্বরে যোগাযোগ করা যেতে পারে:
+৩৯ ৩২৭ ২৮৩ ৭১২১
+৩৯ ৩২৪ ৫৫৫ ৬৪০৩
Developed by:
Helpline : +88 01712 88 65 03