সব
স্বদেশ বিদেশ ডট কম
খুলনার ফুলতলা উপজেলায় মোটরসাইকেলের পথ আটকে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সদ্য বিবাহিত স্ত্রীকে।
নিহত খন্দকার রকিবুল ইসলাম উপজেলার আলকা গ্রামের মাহাবুব মিস্ত্রির ছেলে। ৩২ বছর বয়সী রকিবুল কাঠের ব্যবসা করতেন। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাশের জেলা যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকা থেকে স্ত্রী পিয়ারী বেগমকে নিয়ে বাড়ি ফেরার পথে তারা আক্রান্ত হন।
ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, স্ত্রীকে নিয়ে এদিন বিকালে মোটরসাইকেলে করে দত্তগাতী এলাকায় বেড়াতে গিয়েছিলেন রকিবুল। রাত ৯টার দিকে তারা ফুলতলায় ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের গতি রোধ করে এবং রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের পেছনে থাকা পিয়ারী বেগম গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পিয়ারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03