সব
স্বদেশ বিদেশ ডট কম
গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। ভারতে একদিনে নতুন করে ২ হাজার ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে শুক্রবার আনন্দবাজার অনলাইন এ খবর জানায়।
একই সঙ্গে দেশটিতে এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩১ লাখ ১৬ হাজার ২৫৪ জনে। সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ১৮ হাজার ৬০৪ জন।
তবে উদ্বেগ বাড়িয়ে ভারতের রাজধানী দিল্লিতে এখনও আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই থাকছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৩২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। রাজ্যটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৪১৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৯ জনের। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১৯০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ।
Developed by:
Helpline : +88 01712 88 65 03