সব
মো. জিয়াউর রহমান খান সোহেল, ইতালি
মনফালকনে স্থানীয় একটি পার্কে মনফালকনে বসবাসকারী প্রবাসী চন্ডিবের গ্রামবাসীরদের মধ্যে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ জুন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম আজম এবং পরিচালনা করেন মো.জিয়াউর রহমান খান সোহেল।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমিজ মিয়া, ফিরোজ মিয়া, জামাল মিয়া, শাহ আলম মোল্লা, মাসুম খান।
জাহিদ এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো.লিটন।
প্রবাসে গ্রামবাসীদের মাঝে ভাতৃত্ব বোধ বৃদ্ধি ও একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার লক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকার গুরত্ব অনুধাবন করেন সবাই। প্রবাসে প্রত্যেকেই কোন না কোন সমস্যায় পড়তে হয় বিশেষ করে কাজ, ডকুমেন্টস, বাসা ইত্যাদি মৌলিক সমস্যা তাই সকলে ঐক্যবদ্ধ থাকলে যেকোন সমস্যা সহজেই সমাধান করা সম্ভব বলে উপস্থিত সকলে মনে করেন।
প্রবাসে থাকলে সবারই দেশের জন্য মন কাঁদে তাই সবাই মিলে দেশের অস্বচ্ছল হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন হান্নান খান, দুলাল মিয়া,সিরাজুল হক ভূঞা টেনিস, আল আমিন মোল্লা, আতিকুর রহমান, আমিনুল হক, ইসমাইল মোল্লা, হাজী ফারুক, সাইফুল করিম, আদিল খান, জাবেদ মিয়া, তুষার আহমেদ, সাইফুল ইসলাম, বিপ্লব খান, মঈন উদ্দিন ভূঞা, আবদুল্লাহ মিয়া, সুলাইমান মোল্লা, জুনাইদ ইসলাম, ওমর ফারুক, রানা মিয়া, কাজল মিয়া, মো. সিয়াম প্রমুখ।
সভায় সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সবািকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি গোলাম আজম।
Developed by:
Helpline : +88 01712 88 65 03