সব
স্বদেশ বিদেশ ডট কম
ছয় দিন বন্ধ থাকার পর চালু হলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। পানিতে তলিয়ে ছিলো বিমানবন্দরের রানওয়ে, বন্যার পানি নেমে যাওয়ায় অবশেষে সচল হলো বিমান চলাচল।
বৃহস্পতিবার (২৩ জুন) ভোর থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে যায়। পাশাপাশি সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা-যাওয়া করেছে।
বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, আজ বৃহস্পতিবার থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে রানওয়েতে বন্যার পানি উঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
তিন দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরো কয়েকদিন বন্ধ থাকবে।
তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) থেকে ফ্লাইট চলাচল শুরু করার বিষয়টি বুধবার জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
Developed by:
Helpline : +88 01712 88 65 03