নবাবগঞ্জে ধানখেতে হেলিকপ্টার বিধ্বস্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ৬:০৩ অপরাহ্ণ

ঢাকার নবাবগঞ্জের কৈলাইলে ধানখেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গাভিটার ইছামতির নদীর দক্ষিণ পাড়ে ধানখেতে হেলিকপ্টারটি পড়ে যায়। আমি দ্রুত হেলিকপ্টার থেকে পাইলট মেজর সামস্সহ দুইজনকে উদ্ধার করি। দুর্ঘটনার খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টার করে তাদের উদ্ধার করেন।

ইউপি চেয়ারম্যান আরও জানান, হেলিকপ্টারটি সেনাবাহিনীর। গত এক সপ্তাহ ধরে হেলিকপ্টারটি কৈলাইলের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিলো। কী কারণে তারা আসে এটা বলতে পারি না? মেজর সামস্ও এ ব্যাপারে কিছু বলেননি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুইজনকে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী উদ্ধার করেছে।

এর পরই উৎসুক জনতা ভীড় করে হেলিকপ্টারটি দেখতে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh