তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে


ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি এখন কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা ব‌্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক জানান, সোমবার সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর ৩টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার ও সন্ধ‌্যা ৬টায় পানি বৃদ্ধি পেয়ে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি।

মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের অধিকাংশ জলকপাট খুলে রাখা হয়েছে।

তিস্তার পানি আকস্মিক ভাবে বৃদ্ধি পাওয়া আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তাপারের লোকজন। অনেকে অন্যত্র সরে যেতে শুরু করেছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চর গুলো প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওই সব ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি এখন বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

[১] [২] [৩]