বগুড়ায় জোব্বার হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

বগুড়ায় আব্দুল জোব্বার হত্যা মামলার রায়ে ৯ আসামির দোষ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে।

বুধবার বেলা ১২টায় অতিরিক্ত-১ দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলো- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি নাগর কান্তি পাড়ার ইসমাইল এর দুই ছেলে জাকের মিঞা ও মাসুদ মিঞা, আব্দুল খালেক, আব্দুল গণি, ইনতাজ আলী, সুলতান মোল্লা, মানিক মিঞা ও আব্দুল গফুর। এদের মধ্যে মানিক মিঞা ও আব্দুল গফুর পলাতক রয়েছে।

এছাড়াও সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও ৬ আসামিকে খালাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০০৮ সালের ২০ জুন বেলা ৩টায় বগুড়া সদর উপজেলার বিল নুরুইল এলাকায় জমি মাপার সময় আব্দুল জোব্বারকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আব্দুল জোব্বার সদর উপজেলার চালিতাবাড়ি গ্রামের ছমির উদ্দিনের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বাদী ও বিবাদীর আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।

[১] [২] [৩]