যে কারণে মিয়ানমার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২২, ৬:২৪ পূর্বাহ্ণ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার বিশ্ব সফরের অংশ হিসেবে মিয়ানমারে এসেছেন। বুধবার (৩ আগস্ট) মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মুয়াং লুইনের সঙ্গে সাক্ষাৎ করেন লাভরভ।

রাশিয়া এবং মিয়ানমারের মধ্যে সম্পর্ক আগে থেকেই বেশ ভালো। কারণ রাশিয়া মিয়ানমারের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রি ও সরবরাহ করে থাকে। যার মধ্যে রয়েছে যুদ্ধবিমানও।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিনা রক্তপাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। কিন্তু সেনাবাহিনীর এ অভ্যুত্থানের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। এরপর নিজ দেশের মানুষদের ওপরই বিমান হামলা পর্যন্ত চালায় মিয়ানমারের জান্তা।

তবে এত কিছুর পরও মিয়ানমারকে সমর্থন করে রাশিয়া। এমনকি সামরিক জান্তাকে এখনো সহায়তা দিয়ে যাচ্ছে তারা। এর মধ্যেই অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে মিয়ানমারে এসেছেন সের্গেই লাভরভ।

মিয়ানমার সফর শেষে তিনি যাবেন থাইল্যান্ডে। সেখানে আসিয়ান জোট এবং রাশিয়াকে নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দেবেন।

সূত্র : আল জাজিরা

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...