জাতীয় শোক দিবস পালনে প্রাথমিকে ১৩ কোটি টাকা বরাদ্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২২, ৩:০৪ অপরাহ্ণ

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবস পালনে ১৩ কোটি ৩১ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ ও মঞ্জুর করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শোক দিবস পালনে প্রতি বিভাগীয় অফিসের জন্য বরাদ্দ হয়েছে ১৫ হাজার টাকা। জেলা পর্যায়ের প্রতিটি প্রাথমিক শিক্ষা অফিসে বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার টাকা। পিটিআই ট্রেনিং ইন্সটিটিউট পাচ্ছে ৫ হাজার টাকা। এছাড়াও উপজেলা পর্যায়ে প্রতিটি স্কুলে এ দিবস পালনে ব্যয় করা হবে ২ হাজার টাকা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২২-২৩ অর্থ বছরে স্কুলগুলোর জন্য উৎসব-অনুষ্ঠানের জন্য বরাদ্দ ৪৪ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা। মূলত এ দিবসের ব্যয় এই অর্থ বরাদ্দ থেকে মিটানো হবে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিটি বিদ্যালয়কে এই অর্থ বিধি অনুযায়ী খরচ করতে হবে। শোক দিবস পালন ছাড়া এ টাকা খরচ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...