ফের করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ৭:০৭ অপরাহ্ণ

করোনা থেকে সেরে ওঠার দু’মাস পর আবারও আক্রান্ত হয়েছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যোগাযোগবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাজনীতক ও এমপি জয়রাম রামেশ।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, সোনিয়া গান্ধী বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং সব ধরনের প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে থাকবেন।

টুইটে জয়রাম বলেন, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী পরীক্ষায় আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সরকারের প্রোটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।

কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টেও এক টুইটে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

এর আগে, গত জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের নেত্রী। সেই সময় মানি লন্ডারিংয়ের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজির হতে পারেননি তিনি। পরে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...