নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে তরুণ খুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ


নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার ভোরের দিকে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৩) শেরপুর জেলার সদর উপজেলার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু।

তিনি জানান, রোববার ভোরের দিকে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুলের ভগ্নিপতি শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার শ্যালক বেকার থাকায় আমার কাছে কাজের সন্ধান চেয়েছিল৷ তাকে আমি আমার কর্মস্থল মুন্সিগঞ্জ আসতে বলি৷ ভোর ৪টার দিকে বাস থেকে পঞ্চবটিতে নামার কথা ফোন করে জানিয়েছিল সাইফুল। এ সময় আমি তাকে একটি অটোরিকশা নিয়ে মোক্তারপুর আসতে বলি। এর কিছুক্ষণ পরই পুলিশ খবর দেয় যে, সাইফুল খুন হয়েছে।

ওসি বলেন, নিহতের হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তার প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র ছাড়া আর কিছু পাওয়া যায়নি৷ তিনি রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে আপাতত ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh