গাজীপুরে গাড়ি থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ২:২১ অপরাহ্ণ

গাজীপুরের শিক্ষক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ।

তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

জানা যায়, বুধবার স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কামারজু‌রি এলাকায় বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজাখুঁজি করেও তা‌দের কোনো সন্ধান পাওয়া যায়‌নি। ভোরের দিকে হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে গাড়ির ভেতর থে‌কে তাদের উদ্ধার ক‌রে প্রথমে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh