জাতীয় স্মৃতিসৌধে বেনজীর আহমদ এমপির শ্রদ্ধা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি। এ উপলক্ষে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বেনজীর আহমদ এমপি শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে শহীদদের প্রতি সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আলীম খান সেলিম, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইয়ের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এমএ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, সাভার পৌর মেয়র আব্দুল গনি, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন শামসুল হক টুকু। তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে এই সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এরপরই বেনজীর আহমদ এমপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...