নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণ চেষ্টা আবারও বাতিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণ

প্রথমবারের চেষ্টার পর আবারও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশে রকেটটি পাঠাতে ব্যর্থ হলো সংস্থাটি। যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) মধরাতে প্রকাশিত বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়, চাঁদের উদ্দেশ্য শনিবার সন্ধ্যার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করার কথা ছিল।

বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে মিশন ব্যবস্থাপকরা একটি আবহাওয়ার ব্রিফিং পান। এরপরই এটির উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয়েছিল। এর আগে অর্থাৎ প্রথমবার ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চাঁদে রকেটটি উৎক্ষেপণ স্থগিত করে নাসা।

স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩) আর্টেমিস-১ বা স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছিল। এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান।

উৎক্ষেপণের আগে রকেটের চারটি ইঞ্জিনের একটিতে কাজ করতে পারছিল না নাসার দল। এরপরই উৎক্ষেপণ বাতিল করা হয়।

সূত্র: বিবিসি

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...