চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খুলতেই মিললো বন্দুক

চট্টগ্রাম বন্দরের সাউথ কন্টেইনার ইয়ার্ডে নিলামযোগ্য কন্টেইনার খুলে পাওয়া গেছে মনোকুলারসহ (এক চোখে দেখার যন্ত্রাংশ) তিনটি বন্দুক। অস্ত্রগুলো আমদানির বিষয়টি খতিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বন্দুকগুলো পুলিশ হেফাজতে দেয়ার প্রক্রিয়া চলছে।

রোববার চট্টগ্রাম বন্দরের গুপ্তখালের সাউথ কনটেইনার ইয়ার্ডে (অকশন ইয়ার্ড) ইনভেন্ট্রির সময় বন্দুকগুলো পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পাখি শিকারের কাজে ব্যবহৃত এয়ারগান। কোনো শৌখিন প্রবাসী কিংবা বিদেশি নাগরিক নিজের ব্যবহৃত এসব বন্দুক ব্যাগেজের আওতায় বন্দরে এনেছিলেন। খালাসে জটিলতা বা অন্য কোনো কারণে বছরের পর বছর বন্দরেই পড়ে ছিল। বন্দুকগুলোর দু-এক জায়গায় জং ধরলেও মেরামত করলে সচল হতে পারে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনারের ইনভেন্ট্রির সময় তিনটি বন্দুক পাওয়া গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা, কার নামে এসেছে, কে পাঠিয়েছেন, কবে এসেছে বন্দরে ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

[১] [২] [৩]