জাপার সকল পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপি-কে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রেরে ক্ষমতাবলে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।’

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি (২) খন্দকার দেলওয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর কারণ আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।’

এদিকে জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া চেয়ারম্যান জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। অব্যাহতির তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাঙ্গা বলেন, জিএম কাদেরকে নেতাকর্মীরা রংপুর নামতে দেবে না।

রাঙ্গা আরও বলেন, ‘আমি যা বলেছি সত্য বলেছি এবং বলব। পার্টির বিভিন্ন বিষয়ে কথা বলার রাইট আমার আছে। আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জিএম কাদেরের স্বেচ্ছাচারী, অগণতান্ত্রিক, গঠনতন্ত্র বিরোধী।’

[১] [২] [৩]