শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগের আয়োজন ‘থ্যাঙ্ক ইউ পিএম’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ‘থ্যাঙ্ক ইউ পিএম’ শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করেতে যাচ্ছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ১ মিনিটে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজন করতে যাচ্ছে ‘THANK YOU PM’ ক্যাম্পেইন।

এ আয়োজনে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা (ভিডিও) পাঠানোর জন্য আহ্বান করছি।

শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু হিসেবে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, পদ্মা সেতু, আশ্রয়ণ প্রকল্পসহ সংশ্লিষ্ট এলাকার জীবনমান উন্নয়নের নির্মিত বিভিন্ন স্থাপনা সম্পর্কে ভিডিও পাঠানোর আহ্বান করা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্যই নির্মিত কোনো অবকাঠামোর সামনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করে পাঠাতে হবে।

ভিডিও পাঠানোর নিয়ম : ভিডিওর শুরুতেই নিজের নাম, ঠিকানা ও দলীয় পরিচয় (যদি থাকে) দিতে হবে। কোনো প্রকারের এডিট ছাড়া মূল ভিডিও পাঠাতে হবে। প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। Google Drive/One Drive এর লিংক ‘Shareable’ বা ‘Open’ বা `Anyone Can Get Access’ এই অপশনগুলো Enable করে পাঠাতে হবে এবং অবশ্যই ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে ভিডিওটি শেষ করতে হবে। ভিডিও পাঠানোর শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০২২।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...