শনিবার থেকে নারী এশিয়া কাপ শুরু হচ্ছে সিলেটে

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ৭:৩৪ পূর্বাহ্ণ

আগামী শনিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষ হবে ১৫ অক্টোবর। এর মধ্যে দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সিলেট।

স্বাগতিক বাংলাদেশসহ এবারের টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি ও সিলেটের ক্রিকেট সংশ্লিষ্টরা।

এদিকে, বুধবার সকাল ৮টায় সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় বাংলাদেশ দল। তারা এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেলে উঠেছে। এছাড়া দুপুর, বিকেল ও সন্ধ্যায় সিলেট পৌঁছেছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশীয়া ও শ্রীলঙ্কা। আজ ভারত দলও পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এশিয়া কাপের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশী জানান, এশিয়া কাপ কে ঘিরে সংস্কারকাজসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মাঠ পুরোপুরি প্রস্তুত। এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে টিকিট লাগবে না, দীর্ঘদিন পর সবাই সুযোগ পাবে স্টেডিয়ামে বসে খেলা দেখার।

ক্রিকেট স্টেডিয়ামের মূল গ্রাউন্ডের পাশাপাশি প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ গড়াবে সিলেট গ্রাউন্ডস-২ এ। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ। বাকি ১৫টি ম্যাচ হবে মূল ভেন্যুতে।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
এদিকে, এশিয়াকাপের জন্য পরশু বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারাজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।
স্ট্যান্ড-বাই : মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...