চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ও বিকেলে দামুড়হুদার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘরিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক রায়হান হোসেন (৩১) নামে একজনকে মৃত ঘোষণা করেন। সে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কলোনিপাড়ার ফারুক হোসেনের ছেলে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত রায়হান হোসেনের মামাতো ভাই দর্শনা বাড়াদি গ্রামের হৃদয় আলিও মারা যায়। আহত একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপর দিকে বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদার পুড়াপাড়া নামক স্থানে যাত্রীবাহি বাস ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান রুমি বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন। জরুরি বিভাগে আহতদের চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

[১] [২] [৩]