সাজেকে চাঁদের গাড়ি উল্টে পর্যটক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পর্যটক মারা গেছেন। নিহত পর্যটকের নাম মো. সাগর।

এ ঘটনায় আরও ৬ পর্যটক আহত হয়েছেন। আহত পর্যটকরা হলেন- মনিয়ামুন, বর্না আক্তার, নুরুনাহার, মো. লিটু ও দিদার হোসেন। এ ছাড়া বাকি একজনের নাম জানা যায়নি।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সাজেকের হাউস পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠান। এরা সবাই ঢাকা থেকে সাজেক ভ্রমণে এসেছিলো।

খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুর্য্য চামকা জানান, দুপুর ৩টার দিকে দুর্ঘটনায় আহত রোগীদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাগর হাসপাতালে আসার আগেই মারা যায়। বাকিদের আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সকলে শঙ্কামুক্ত।

স্থানীয়রা জানায়, একজন পর্যটক চাঁদের গাড়ির ছাদে বসা ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ছিটকে নিচে পড়ে যায়।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্ঘটনার পরপর আমরা সকলে উদ্ধার কাজে যোগ দেই। চাঁদের গাড়ির নিচে একজন চাপা পরে ছিলেন। তারা নাম সাগর। এ ঘটনায় আরও ৬ পর্যটক আহত হয়েছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...