চাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ৩:১৯ অপরাহ্ণ

মধ্য আফ্রিকার দেশ- চাদের দুই শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীর সংঘর্ষে ৭২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার চাদের রাজধানী ও মোউনদুতে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসময় রাজধানীতেই সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ৪০ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন বহু মানুষ। তাছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়ান। সেখানে প্রাণ হারায় কমপক্ষে ৩২ জনের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দোবা ও সারাহতেও ছড়িয়েছে অস্থিরতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাগুলোয় জারি করা হয়েছে কারফিউ।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ ক্ষমতার মেয়াদ দুই বছর বৃদ্ধির ঘোষণা দেন মাহামেত ইদ্রিস দেবি। এ ঘোষণার পর সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পরে ক্ষোভ। কারণ- গেল বছর আততায়ীর হাতে খুন হওয়ার আগ পর্যন্ত ৩ দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন দেবির বাবা। ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ চাদবাসী।

খবর: এপির

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...