সেন্টমার্টিনে ভেসে এলো ‘পরিত্যক্ত’ বিদেশি জাহাজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ৭:০৭ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর থেকে টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে জাহাজটি ভেসে আসে বলে জানায় স্থানীয়রা। তবে এতে লোকজন নেই জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...