দক্ষিণ কোরিয়ায় ভিড়ে চাপা পড়ে ১৫১ জনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ৩:৩১ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৮২ জন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (৩০ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

সিউলের মেট্রোপলিটন সরকার জানায়, এ ঘটনায় তারা ৩৫০ জন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পেয়েছে। যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ তারা ১৫১ জনের মৃত্যুর তথ‌্য পেয়েছে। যার মধ‌্যে ১৯ জনই বিদেশি।

মৃতদের আত্মার স্মরণে প্রতিবছর অক্টোবরের শেষে সিউলের ইথেওন এলাকায় হ্যালোইন উৎসব হয়। শনিবার রাতে ওই এলাকায় প্রায় এক লাখ মানুষ সমবেত হয়।

সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং বিওম বলেন, হ্যালোইন উদযাপনের মধ্যে একটি সরু গলিতে অনেক মানুষ উপস্থিত হয়। তখন পদদলনের ঘটনা ঘটে। নিহতদের সংখ‌্যা আরো বাড়তে পারে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...