কঙ্গোতে কনসার্টে পদদলিত হয়ে দুই পুলিশসহ নিহত ১১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১২:০২ অপরাহ্ণ

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় এক কনসার্টে পদদলিত হয়ে দুই পুলিশসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকেজন।

রোববার দেশটির রাজধানীর কিনশাসার স্টেডিয়ামে আফ্রিকান মিউজিক স্টার ফ্যালি ইপুপার একটি কনসার্ট চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিন ৮০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। স্টেডিয়ামটির ধারণক্ষমতার চেয়ে দর্শকের উপস্থিতি অনেক বেশি ছিল। ফলে উপচে পড়া ভিড়ের কারণে দর্শকরা স্টেডিয়ামের ভিআইপি এবং সংরক্ষিত আসনের দিকে যেতে বাধ্য হয়েছিলেন। আফ্রিকান সংগীত তারকা ফলি ইপুপা গান পরিবেশনের সময় তাকে একনজর দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই হয় পদদলিতের ঘটনা।

এছাড়াও ভিড় সামলানোর সময় প্রাণ যায় দুই পুলিশ সদস্যের। এ জন্য আয়োজক কমিটিকে দোষারোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ মুনাফার লোভে অতিরিক্ত টিকিট বিক্রি করেছে তারা।

খবর রয়টার্সের।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...