বঙ্গোপসাগরে ফের লঘুচাপ


ঘূর্ণিঝড় সিত্রাং গেল কয়েকদিন আগে। মাস না পার হতেই বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে কোথায় কীভাবে আঘাত করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া আগামী কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়।

অবশ্য এই নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

উল্লেখ্য, গত ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলে আঘাত করে ২৪ অক্টোবর রাতে। ওই সময় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়।

এদিকে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য হেমন্তে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। একই সঙ্গে শীতল হাওয়া বিরাজ করছে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

[১] [২] [৩]