ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ২০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের।

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৯ জনে।

রবিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৪২৬ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৮৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৩০৪ জন।

গত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১০৫ জনের। আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। যদিও চলতি বছরের ১৩ নভেম্বরেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ৪৮ হাজার ৫২৯ জন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...