অ্যাভিয়েশন খাতের প্রবৃদ্ধি ১০ বছরে দ্বিগুণ হবে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের বিনিয়োগ পরিস্থিতি ভালো থাকায় অ্যাভিয়েশন খাতে বিনিয়োগ বাড়ছে। অ্যাভিয়েশন খাতের প্রবৃদ্ধি আগামী ১০ বছরে আরও দ্বিগুণ হবে। নতুন এয়ারলাইনসের মাধ্যমে সেবার মান আরও বাড়বে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সকালে এক অনুষ্ঠানে অভ্যন্তরীণ রুটের নতুন এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা উদ্বোধনকালে এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করনে। সে সময় রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত ১২৬ নং অধ্যাদেশ অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি গঠিত হয়। এভিয়েশন শিল্পের উন্নয়নে জাতির পিতা যে কাজ শুরু করেছিলেন, সেটি এখন তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল, ১০টি হ্যাংগার নির্মাণ, রানওয়ে শক্তিশালী করন, কক্সবাজার বিমানবন্দরে সমুদ্রে দৈর্ঘ্য বৃদ্ধিসহ দেশের সব বিমানবন্দরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. মাহবুব আলী বলেন, জেট ফুয়েলের দামের বিষয়ে সরকারি-বেসরকারি সবার স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের সঙ্গে বিমানের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ভিভিআইপি ফ্লাইটে বিমানের ক্রুসহ ৪ জনের অনুমতিপত্র ছাড়া ফ্লাই করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, নতুন এয়ারলাইনসে অ্যাভিয়েশন খাতের যাত্রীদের সাশ্রয়ীভাবে সেবা দেয়ার লক্ষ্য রয়েছে।

এদিকে আকাশ পথকে নিরাপদ রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন।

দেশের অভ্যন্তরীণ আকাশে পাখা মেলতে যাচ্ছে আরও একটি বেসরকারি এয়ারলাইনস ‘এয়ার অ্যাস্ট্রা’। আগামী ২৪ নভেম্বর সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারে ফ্লাই করার মধ্যদিয়ে আকাশে ডানা মেলবে দেশের তৃতীয় এ এয়ারলাইনস।

চলতি বছর প্রাথমিকভাবে দেশের কয়েকটি রুটে চলাচল করবে অত্যাধুনিক মডেল এটিআর- ৭২-৬০০-এর চারটি এয়ারক্রাফট। আগামী বছর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে এয়ার অ্যাস্ট্রার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...