মৌলভীবাজারে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে মৌলভীবাজারে দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

বুধবার রাতে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ এ ধর্মঘটের ঘোষণা দেন।

তিনি জানান, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, অবৈধভাবে ব্যাটারিচালিত টমটমের চলাচল, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন জানান, আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধর্মঘটকালে জেলার সকল সড়কে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...