ভিসা ছাড়াই মিসরে ১১ ইসরাইলি পাইলট!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১০:০৭ অপরাহ্ণ

ভিসা ছাড়াই মিসরে অবতরণ করা ১১ ইসরাইলি পাইলটকে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। ইসরাইলি মিডিয়ায় বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে।
ইসরাইলি দৈনিক মারিভ জানায়, ইসরাইলি পাইলটরা ছোট ছোট বিমানে করে মিসরে অবতরণ করে। তবে ‘জাতীয় নিরাপত্তার কারণ’ উল্লেখ করে মিসরীয় কর্তৃপক্ষ তাদেরকে চলে যেতে বলে। পাইলটরা জ্বালানি ও আবহাওয়া অনুকূলে না থাকায় ফিরতে পারেননি।
পত্রিকাটি আরো জানায়, পাইলটদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে মিসরীয় কর্তৃপক্ষের সাথে। প্রয়োজনীয় ভিসা ছাড়া পাইলটরা মিসরে গিয়ে ভুল করেছেন। এ ব্যাপারে মিসরীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : মিডল ইস্ট মনিটর

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...