রংপুর সিটি নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইসি : কমিশনার রাশিদা

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এ জন্য নষ্ট ইভিএম ঢাকায় পাঠানো হয়েছে, নতুন ইভিএম আনা হচ্ছে। ইভিএম নিয়ে কোনো সমস্যা হবে না।

আজ শনিবার বেলা ১১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি রাশিদা সুলতানা বলেন, ‘সারা দেশে রংপুরের সুনাম রয়েছে। সেই সুনাম অক্ষুণ্ন থাকবে আমরা সে রকমই প্রত্যাশা করছি।’ এ জন্য রংপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

[১] [২] [৩]