রওশন-জিএম কা‌দের বৈঠক, বরফ গল‌ছে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ৫:৪১ অপরাহ্ণ

জাতীয় পা‌র্টি নি‌য়ে সৃষ্ট সঙ্কট সমাধা‌নে বি‌রোধীদলীয় নেতা ও দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক বেগম রওশন এরশা‌দের স‌ঙ্গে ‌দেখা ক‌রে‌ছেন দল‌টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের। প‌রে জাতীয় পা‌র্টি নি‌য়ে সৃষ্ট সঙ্কট সমাধা‌নে একা‌ন্তে আলাপ আলোচনা ক‌রেন দুজ‌নে। আন্ত‌রিক প‌রি‌বে‌শে দীর্ঘ‌দিনের দূরত্ব ঘু‌চি‌য়ে ঐক‌্যবদ্ধ জাতীয় পা‌র্টি‌কে আরও শ‌ক্তিশালী কর‌তে একমত হ‌য়ে‌ছেন তারা। আলোচনা ফলপ্রসু হ‌য়ে‌ছে। ফ‌লে দীর্ঘ‌দি‌নের ভুল বূঝাবু‌ঝির অবসান ঘ‌টি‌য়ে ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষা পে‌তে পা‌রে জাতীয় পা‌র্টি।

মঙ্গলবার সকা‌লে রাজধানী গুলশা‌নের হো‌টেল ও‌য়ে‌স্টি‌নে বি‌রোধীদলীয় ‌নেতা রওশন এরশা‌দের স‌ঙ্গে দেখা কর‌তে যান জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের। এসময় তার স‌ঙ্গে দল‌টির কো চেয়ারম‌্যান সৈয়দ আবু হো‌সেন বাবলা এম‌পি, প্রেসি‌ডিয়াম সদস‌্য ও মহানগর উত্তরর আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম সেন্টু উপ‌স্থিতছি‌লেন।

চাচা‌কে স্বাগত জানান এরশাদপুত্র রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ, পুত্রবধু ম‌হিমা সাদ। বি‌রোধী‌নেতার স‌ঙ্গে দেখা ক‌রে সালাম ও কুশলা‌দি বি‌নিময় ক‌রেন জিএম কা‌দের। তারপর সবাইকে স‌রি‌য়ে দি‌য়ে ১০-১৫ মি‌নিট একান্তে কথা ব‌লেন তারা। ব‌হিস্কৃত, দলত‌্যাগীদের ফি‌রি‌য়ে নেয়া, ত‌্যাগী‌নেতা‌দের মূল‌্যায়ন, প্রধান পৃষ্ঠ‌পোষকসহ সবার পরাম‌র্শে জাতীয় পা‌র্টির কার্যক্রম প‌রিচালনা, রংপুর সি‌টি নির্বাচন ও জাতীয় নির্বাচন এবং দলীয় রাজনী‌তির সৃষ্ঠ সংকট নি‌য়ে দুজনই আলোচনা ক‌রে‌ছেন।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে বি‌রোধীদ‌লীয় নেতা ‌বেগম রওশন এরশাদ ব‌লেন, সকা‌লে কা‌দের আমার কা‌ছে এসেছিলেন। আমরা আন্ত‌রিক প‌রি‌বে‌শে আলোচনা ক‌রে‌ছি। ঐক‌্যবদ্ধ ও শ‌ক্তিশালী জাতীয় পা‌র্টি গড়‌তে আমা‌দের ম‌ধ্যে ফলপ্রসু আলোচনা হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, ‌কো‌নো ধর‌নের বি‌ভেদ-বিভ‌ক্তি নয়, সবাইকে স‌ঙ্গে নি‌য়ে জাতীয় পা‌র্টিকে শ‌ক্তিশালী ক‌রে আমা‌দের আগামী‌তে ক্ষমতায় যে‌তে হ‌বে। তি‌নি পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়‌নে জাতীয় পা‌র্টিকে শ‌ক্তিশালী কর‌তে নেতাকর্মী‌দের কা‌ধে কাধ মি‌লি‌য়ে কাজ করার আহ্বান জানান।

দল‌টির ঘ‌নিষ্ঠসূত্র জানায়, একান্ত বৈঠ‌কে জিএম কা‌দের অতী‌তের ভুল ত্রু‌টির জন‌্য ক্ষমা সুন্দর দৃ‌ষ্টি‌তে দেখার জন‌্য অনু‌রোধ ক‌রেন। রওশন এরশা‌দের পরাম‌র্শে জাতীয় পা‌র্টি‌কে প‌রিচালনার কথাও ব‌লেন তি‌নি। দল প‌রিচালনায় ক্ষে‌ত্রে ভ‌বি‌ষ‌্যতে ভুল বুঝাবু‌ঝি হ‌বে না; বরং একে অপ‌রের পরাম‌র্শে জাতীয় পা‌র্টি‌কে এগিয়ে নে‌বেন ব‌লেও একমত হন উভ‌য়ে।

এর আগের দিন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পা‌র্টির মেয়রপ্রার্থী ঘোষণা ক‌রে‌ন দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা ক‌রেন তি‌নি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...