বিএনপির গণসমাবেশকে ঘিরে রাজশাহীজুড়ে উত্তাপ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ৬:০২ পূর্বাহ্ণ

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ। তাই রাজশাহী নগরে অন্যরকম এক উত্তাপ বইছে। ধর্মঘট উপেক্ষা করে স্রোতের মতো নেতা-কর্মীরা দুই দিন আগে থেকেই নগরে আসা শুরু করেন। অন্য বিভাগের মতো সেখানেও নেতা-কর্মীরা করেন তাঁবু বাস। ফলে আজ মুল সমাবেশের আগে রাজশাহীতে দু’দিন আগে থেকেই চলছে মিনি সমাবেশ। যদিও মহানগর পুলিশ মিছিল দেয়া যাবেনাসহ নানা শর্ত দিয়েছিলো।

গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বিমানযোগে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌছেন। বিকেল ৫টায় মির্জা ফখরুল রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা বিএনপির অধিকাংশ নেতা-কর্মী রাজশাহী পৌঁছে গেছেন। অনেকে মোটরসাইকেল, তিন চাকার ছোট যানবাহন ও ট্রেনে করে শুক্রবার সকাল থেকে রাজশাহীর দিকে ছুটেন।

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ হবে হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠে)। সমাবেশ হবে তিন ঘণ্টার। অথচ ধর্মঘটের কারণে তিন দিন আগে থেকে নেতা-কর্মীরা এসে তাঁবু ফেলেছেন পাশের একটি ঈদগাহ মাঠে। সেখানে যেন সমাবেশের পাশাপাশি চলছে অন্য রকম এক উৎসব। বাইরে থেকে কোনো নেতা সেখানে ঢুকলেই দেওয়া হচ্ছে স্লোগান। নিজ এলাকার নেতার নামে চলছে খণ্ড খণ্ড মিছিল। অস্থায়ী তাঁবুতে উৎসবের আবহে সময় কাটে তাদের।

স্থানীয় সূত্রগুলো শুক্রবার জানিয়েছে, আগের দিনের চেয়ে ঈদগাহ মাঠে নেতাকর্মীদের উপস্থিতি গতকাল আরো বৃদ্ধি পায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁবুতে যোগ দেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। এতে মাঠে ক্রমেই বাড়ে তাঁবুর সংখ্যা।
দেখা যায়, মাঠের বিভিন্ন স্থানে জটলা পাকিয়ে আলাপ করছেন উপস্থিত নেতাকর্মী। কোথাও কোথাও চলছিল দুপুরের খাবারের প্রস্তুতি।
ঈদগাহ মাঠের উত্তর পশ্চিম পাশে নওগাঁ জেলা বিএনপির তাঁবু। সেখানে কর্মীদের মাঝে পাওয়া গেল ওই জেলার বিএনপির সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশকে। তিনি জানান, গণসমাবেশে অংশ নেয়ার উদ্দেশ্যে কয়েক হাজার নেতাকর্মীসহ বৃহস্পতিবার বিকেলে তারা রাজশাহী এসেছেন।
ঈদগাহ মাঠের দক্ষিণ-পূর্ব কোনে বগুড়া শহর বিএনপির তাঁবু। সেখানে বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলীর অভিযোগ করে জানান, সমাবেশে আসতে পথে পথে বাধা পেয়েছেন।

সোলাইমান বলেন, রাজশাহী পৌঁছাতে পথে পথে বাধা দিয়েছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। শেষ পর্যন্ত নাটোরে তাদের গাড়িবহর আটকে দেয়া হয়। গাড়িতে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। সেগুলোসহ গাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে। এরপর প্রায় ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে রাজশাহীতে পৌঁছান।

এদিকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই পরিবহন রেখেছে রাজশাহী পরিবহন মালিক সমিতি।
এ কর্মসূচিকে সরকারি ধর্মঘট বলে উল্লেখ করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘দেশের মানুষ সব বোঝেন। কোনো বাধা দিয়েই কাজ হচ্ছে না। সব মানুষ রাজশাহীর দিকে আসছেন।’

তবে ধর্মঘটে যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করলেও এটি রাজনৈতিক কোনো দলের কর্মসূচির বিরুদ্ধে নয় বলেও দাবি করেন রাজশাহী বিভাগীয় মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...