সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বাড়ছে শীতজনিত রোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২, ৩:৫৫ অপরাহ্ণ

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা কয়েছে তেঁতুলিয়ায়।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ১১টায় সারাদেশের তাপমাত্রার সঙ্গে পর্যালোচনা করে দেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আবহাওয়ার বিরূপ আচরণে এ জনপদে দেখা দিয়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

তাপমাত্রার পারদ ওঠানামা করায় কখনও শীত আবার কখনও গরম অনূভূত হচ্ছে। গতকাল তাপমাত্রা কমে গেলেও আজ তা কিছুটা বেড়ে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৯ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪। তবে বুধবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড হলেও সকাল ৯টায় ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে আসতে পারে। বর্তমানে দিনে গরম ও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল হাওয়ায় শীত অনূভূত হচ্ছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...