বিএনপি’র কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, রিজভী-শিমুল গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষের পর দলটির কার্যালয় ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কার্যালয় থেকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কয়েক ডজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘর্ষের খবর পেয়ে নয়া পল্টনে ছুটে এলেও তাকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেয়নি পুলিশ।

এদিকে বুধবার বেলা তিনটার দিকে সূত্রপাত হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এই মুহূর্তে নয়াপল্টন, কাকরাইল, নাইটেঙ্গেল মোড় ফকিরাপুল পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

[১] [২] [৩]