শহীদ বুদ্ধিজীবীদের তালিকা ২৬ মার্চের আগেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীদের তালিকা আমরা করেছি। এছাড়া নতুন করে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছেন যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবার হারাননি। পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বুঝতে পারছিল যে, দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তারা নির্মমভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, পাকিস্তান সেনাবাহিনী কতটা নিষ্ঠুর, নির্মম ছিল, তা স্মৃতিসৌধে এলে বোঝা যায়। বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এ রাষ্ট্র যাতে ব্যর্থ রাষ্ট্র হয়।

নির্বাচন কমিশনে বেনামে জামায়াতের নিবন্ধনের প্রসঙ্গে তিনি বলেন, নিশ্চয়ই বাংলার জনগণ এর প্রতিবাদ করবে। আমরাও এর বিরোধিতা করছি, আপত্তি জানাই এবং জনগণকে অনুরোধ করবো তাদেরকে (জামায়াত) সব রকমভাবে প্রত্যাখ্যান করার জন্য।

এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজ সকাল থেকেই হাজারো মানুষের শ্রদ্ধায় সিক্ত হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী বধ্যভূমি।

[১] [২] [৩]